Distribution Planning এর কাজ করতে গিয়ে এক্সেলের কিছু সমস্যায় পড়েছিলাম। তখন প্রশিক্ষক মাহবুবের সাথে আমার পরিচয় হয়। তার কাছ থেকে এত সুন্দর সমাধান পেয়েছি- আমি অভিভূত।
তার কারিকুলামটি রিভিউ করার সুযোগ আমার হয়েছে। সাবলীল বাংলায় এত দারুণ একটা পাঠ্যক্রম ভাবা যায় না। প্রশিক্ষণের দারুণ অনেক টুলও তিনি তৈরী করছেন। জটিল আইডিয়াকে সহজ ও সংক্ষেপে বলতে পারাটা তার বড় গুণ।
তাঁর প্রশিক্ষণ বাংলাদেশের অসংখ্য মানুষের উপকারে আসুক এই দোয়া থাকলো।
সৈয়দ আবুল ফয়েজ
এজিএম, সেলস
উত্তরা মটরস লিমিটেড
মুঠোফোনঃ ০১৯৭৫৫৩৪৩১৩