সিকদার মাহবুবুল হক
সিকদার মাহবুবুল হক একজন তরুন প্রকৌশলী, শিক্ষা গবেষক ও প্রশিক্ষক ।শিক্ষা নিয়ে গবেষণা, শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো বিতরন করা তার ধ্যানজ্ঞান। নিজ প্রতিষ্ঠান ‘চিন্তাশিল্পী বাবুইপাখি’তে বাংলাভাষায় গনিত , বিজ্ঞান , এনালাইটিকাল এবিলিটি, মাইক্রসফট এক্সেল সহ বিভিন্ন বিষয়ে মৌলিক ও সৃজনশীল লেখালেখি করেন।
শিক্ষাজ়ীবনঃ
শিক্ষাজীবনের শুরু বরিশাল ক্যাডেট কলেজে। তারপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ শেষ করে কর্মজীবনে প্রবেশ করেন। এছাড়া তিনি একজন সার্টিফাইড সাপ্লাই চেইন এনালিস্ট।
কর্মজীবনঃ
কর্মজীবনের শুরু এম এম ইস্পাহানি লিমিটেডে । এক্সিকিউটিভ সাপ্লাইচেইন হিসেবে দায়িত্ব পালন করেন সেখানে। পাশাপাশি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নিজের শিক্ষা–গবেষণা প্রতিষ্ঠান ‘চিন্তাশিল্পী বাবুইপাখি’ তে গণিত শিক্ষার একটি নতুন পদ্ধতি এবং বাংলা ভাষায় এক্সেলের কারিকুলাম তৈরীর কাজ করছেন।
গবেষণাঃ
আল্লাহ রব্বুল আলামিনের অশেষ ফজ়ল ও করমে গবেষণায় এ পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলিক অবদান রাখতে সক্ষম হয়েছেনঃ
|
অবদান |
প্রয়োগ |
|
ছবিতে ছবিতে ভাগের নামতা (Illustrated Divison Table) |
মুহূর্তের মধ্যে কাগজ কলম বা ক্যালকুলেটর ছাড়া ভাগ করার সহজ পদ্ধতি। নিমিষেই দশমিক, শতকরা ও ভগ্নাংশের পারস্পরিক রূপান্তর |
|
গুণন ছক (Product Grid) |
মাত্র নয়টি ঘরের এই ছকটিতে লাভ ক্ষতি, কাজ –সময়, দূরত্ব– সময়– গতি, চৌবাচ্চা, পরিমিতি, গড় সহ বিভিন্ন অধ্যায়ের অংক করা যায়। প্রচলিত নিয়মের মত অসংখ্য সূত্র মুখস্থ ও বোঝার ঝামেলা নেই বরং মাত্র ২ টি মূলণীতি দিয়ে দ্রুত সমস্যা সমাধানের কার্যকর কৌশল। |
|
্বাবুইলেখ (Babui Graph) |
এমন একটি ছক কাগজ যা দিয়ে ভেক্টর, ত্রিকোণমিতি, গতিবিদ্যা, স্থিতিবিদ্যা, শব্দ, তরঙ্গ, জ্যামিতি, পরিমিতি সহ পদার্থবিজ্ঞান ও গণিতের আরো অনেকগুলো অধ্যায়ের অংক অতি সহজে বোঝা ও করা যায়। |
|
চলক চিত্র ( Variable Map) |
পরীক্ষার হলে প্রশ্ন হতে দ্রুত নোট নেয়ার এবং দ্রুত উত্তর বের করার কনসেপ্ট ম্যাপিং টুল |
|
যোগ ছক (Sum Grid) |
বয়স (Age ), সেট, মিশ্রণ সহ বিভিন্ন অধ্যায়ের অংক দ্রুত সমাধানের কৌশল |
|
রেফারেন্সিং এর সোনালি সূত্র (Golden Rule of Referencing) |
এক্সেলে ভাল ফর্মুলা লেখার গুরুত্বপূর্ণ কনসেপ্ট হল রেফারেন্সিং। রিলেটিভ, এবসোলিউট, মিক্সড রেফারেন্সিং এর কোনটি কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে তা বোঝার এক বাক্যের মূলণীতি |
|
পেশাজীবিদের জন্য মাতৃভাষায় এক্সেল কারিকুলাম |
এক্সেল নামের আলাদিনের চেরা্গে কেমন করে ঘষা দিলে দৈত্য অফিসের কাজগুলো নিমিষেই করে দিবে তা শেখার সহজ কোর্স। দীর্ঘ গবেষণার আলোকে সম্পূর্ণ বাংলায় নির্মিত এই কোর্সটি এক অনবদ্য অবদান। |
ট্রেনিং পোর্টফোলিওঃ
তিনি ইন হাউজ ট্রেইনার ও এক্সেল কনসালটেন্ড হিসেবে মীর সিমেন্ট লিমিটেড, জ্যাকসন ইন্টারন্যাশনাল সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন। আবার বিভিন্ন সময়ে নিজেও বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়েছেন ।
পরিবার ও শৈশবঃ
জন্ম ১৯৮২ সালে। ছোটবেলা থেকেই পত্রপত্রিকায় লেখালেখি করতেন। কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায় সহ বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন।
বাবা সর্বজন শ্রদ্ধেয় বিচারপতি সিকদার মকবুল হক। মা বেগম কামরুন্নেসা। বাবা মা ও সহধর্মিনীর সাথে বর্তমানে রাজধানী ঢাকার মগবাজারে বসবাস করেন।সময় কাটান শিক্ষার্থীদের সান্নিধ্যে।
So good to see a shining ex cadet brother..
Muyeed
SCC (06-12)
LikeLike