এক্সেলে ইমপ্রোভাইজড চার্ট কেন বানাবেন ? (প্রথম আলোর চার্টের আলোকে )

গত শুক্রবার ( ২৫ শে নভেম্বর ২০১৬ ) প্রথম আলোর বাণিজ্য পাতায় প্রকাশিত একটা চার্ট অনেকেই হয়ত লক্ষ করেছেন। সংবাদ টির শিরোণাম ছিল “জাপানের সম্পদ বেড়েছে কপাল পুড়েছে ব্রিটিশদের”।

অনলাইন এডিশনে  চার্টটি রঙ্গিন অবস্থায় প্রকাশিত হয়েছে । নিচে দেখুন :

world-wealth-report

আর ছাপা কাগজে সাদাকালোতে ছাপা হয়েছিল ছবিটা। নিচে দেখুনঃ

20161128_140822-1

যাই হোক খেয়াল করুন চার্টটি  সাবলীল ভাবে বুঝতে কিছুটা বেগ পেতে হচ্ছে। ছাপা কাগজের ক্ষেত্রে এর একটা কারণ চার্টটি সাদাকালো  । তবে আরো অন্তত ২টি  কারণে চার্ট টি বুঝতে বেশ বেগ পেতে হচ্ছে ঃ

  • ডেটা লেবেল না থাকায় জনসংখ্যা বা সম্পদের শতকরা হার অক্ষে যেয়ে পড়তে হচ্ছে
  • জনসংখ্যা ও সম্পদের বারগুলো তুলনা করে বুঝতে বাড়তি মনোযোগ ব্যয় করতে হচ্ছে

তাই আমি ভাবলাম অন্য কিভাবে বিষয়টা উপস্থাপন করা যায়। কেননা বক্তব্যকে সাবলীল ভাবে তুলে ধরার জন্যেই তো আমরা চার্ট এঁকে ছবির মাধ্যমে তথ্য কে তুলে ধরি। তাই সাবলীল ভাবে যদি বোঝা না যায় তবে চার্টের উদ্দেশ্যটাই ব্যাহত হয়। তাই তৈরী করে ফেললাম ১টা চার্ট ।

আমার চার্ট টি নিচে দেখুন ঃ

world-wealth-report-pic-png-nw

দেখুন উপরের চার্টে বেগুনি রং জনসংখ্যা এবং লাল রং সম্পদ বোঝাচ্ছে। যেমন

  • উত্তর আমেরিকা তে পৃথিবীর মাত্র ৬% মানুষের বাস । তারা বিশ্বের ৩৬% সম্পদের মালিক
  • পক্ষান্তরে আফ্রিকায় বিশ্বের  ১২% মানুষ বাস করেন।  তাদের সম্পদ মাত্র ১%

এভাবে তুলনা করাটা  পাঠকের জন্য বেশ সহজ। এছাড়া ডেটা লেবেল থাকায় কোন বৃত্তটি কত বোঝায় তা বুঝতেও পাঠককে আলাদা কোন কষ্ট পোহাতে হবে না ।

যাই হোক এক্সেলে উদ্ভাবনী চার্ট ব্যবহার করে কিভাবে আপনি চার্টের পাঠযোগ্যতা বাড়াতে পারেন সেটি আজ দেখলেন।

(বলাই বাহুল্য  এ ধরণের চার্ট স্টান্ডার্ড অপশনে না থাকায় কিছুটা মুন্সিয়ানা খাটিয়েই এমন ইমপ্রোভাইজড চার্ট তৈরী করতে হয়। ইন-শা-আল্লাহ পরে এ সম্বন্ধে আরো কথা বলবো ।)

ভালো থাকুন, স্বুস্থ থাকুন । আবারো দেখা হবে এই কামনায় ।

2 thoughts on “এক্সেলে ইমপ্রোভাইজড চার্ট কেন বানাবেন ? (প্রথম আলোর চার্টের আলোকে )

এখানে আপনার মন্তব্য রেখে যান