এক্সেল শুধুই একটা ইলেক্ট্রনিক ছক কাগজ না। অফিসের কাজ কে সহজ, সাবলীল আর চোখের পলকে সমাধা করতে এক্সেলের আছে চমকপ্রদ গুণ। সোজা কথায় – এক্সেল আপনার আলাদিনের আশ্চর্য প্রদীপ। আপনাকে শুধু ঘষাটা দিতে জানতে হবে। আর সেজন্যেই এই প্রশিক্ষণ।
অংশগ্রহণকারী যেভাবে উপকৃত হবেন:
এই প্রশিক্ষণ শেষে ইন-শা-আল্লাহ
- আপনার কাজ হবে সহজ ও সাবলীল
- দীর্ঘ সময়ের কাজ করতে পারবেন চোখের পলকে
- আপনার কাজ হবে দুর্দান্ত দারুণ।
- মুক্তি মিলবে স্ট্রেস থেকে
- কম হবে ভুল ভ্রান্তি
- আপনি হয়ে উঠবেন বসের নয়নমণি
- সহকর্মীদের বিপদের বন্ধু
- অফিসের মধ্যমণি
- অফিস থেকে ঠিক সময়ে ঘরে ফিরতে পারবেন
- কাটাতে পারবেন প্রিয়জনের সাথে সুন্দর কিছু সময়।
আরো জানতে ১ মিনিটের এই ভিডিও দেখুনঃ
শিখন পদ্ধতি:
এই কর্মশালায় স্বচ্ছ চিন্তা কে অল্প কথায় বলা হবে। তারপর হাতে কলমে প্রয়োগ করে অংশগ্রহণকারীরা অর্জন করবেন প্রয়োগযোগ্য দক্ষতা ।

বিশেষ আকর্ষণঃ
- পেশাদার কাজের দুর্দান্ত সব কেসস্টাডি
- প্রশিক্ষণকে সাবলীল করতে সচিত্র রঙ্গিন লেকচার খাতা
- হাতে কলমে দক্ষতা বাড়াতে বাস্তবধর্মী সমস্যার অনুশীলন বই
- অফিসের প্রতিদিনের সমস্যার সহজতর সমাধান
- মূলণীতিগুলো সহজ়ে বুঝতে কনসেপ্ট ম্যাপ বা চিন্তাচিত্র
- ফাংশন আত্মস্থ করার বিশেষ টুল : এক্সেল ফাংশনের বাবুইখাতা
- কী বোর্ড শর্টকাটসের বিশেষ টুল : এক্সেল শর্টকাটসের বাবুইখাতা
সংক্ষিপ্ত সূচি
মডিউল |
বিষয় |
| মডিউল-১ঃ
সময় বাঁচানোর চমকপ্রদ টুল |
· এক্সেল শব্দাবলি
· পেস্ট স্পেশাল কেন এত স্পেশাল · ফর্মাটিং এর দারুণ কিছু কৌশল · কী বোর্ড শর্টকাট ঃ নিমিষে অনেক কিছু · চমকপ্রদ টুলঃ ফ্লাশফিল · ইউজার ইনপুটসঃ ইন্টারেক্টিভ এক্সেলের দুনিয়া |
| মডিউল-২ ঃ
ফর্মুলার বুনিয়াদী ৪ ধারণা |
· ফর্মুলা ও তার বুনিয়াদী ধারনা
· ঠিকানা লেখার বাবুইণীতি · নামঃ সহজ ভাবে ফর্মুলা লিখুন · একনজরে জরুরী ফাংশনঃ এক্সেল ফাংশনের বাবুইখাতা · ফর্মুলা ফাংশনের চিন্তাচিত্র (কনসেপ্ট ম্যাপ) |
| মডিউল-৩ঃ
বিভিন্ন ধরণের ফাংশন |
· প্রতিদিনের ফাংশন সহজতম উপায়ে
· যৌক্তিক ফাংশনঃ সংখ্যা হতে সিদ্ধান্ত · লুকআপ ফাংশন : তথ্য খুঁজে বের করা · টেক্সট ফাংশন দিয়ে ডকুমেন্ট অটোমেশন |
| মডিউল-৪ঃ
এক নজরে সংখ্যার গল্প – চার্ট |
· চার্ট তৈরীর সহজতম উপায়
· সঠিক চার্ট টি নির্বাচন করা · মনের মত চার্ট ডিজাইন · উদ্ভাবনী চার্ট বানিয়ে চমকে দিন সবাইকে |
| মডিউল-৫ঃ
কন্ডিশনাল ফর্মাটিং/ ডেটা ভিজুয়ালাইজেশন |
· মুহূর্তে প্রিসেট ফর্মাট আরোপ
· ফর্মুলা দিয়ে নিজের মত নিয়ন বানান · ইন্টারেক্টিভ ফর্মাট আরোপ |
| মডিউল-৬ঃ
রিপোর্টিং কারিশমা |
· পিভট টেবিল ও পিভট চার্ট
· ড্যাশবোর্ডে ইন্টারেক্টিভ রিপোর্ট · প্রিন্টিং :ছাপা কাগজে রিপোর্ট |
বিস্তারিত সূচি
মডিউল-১ : চমকপ্রদ সহজ টুল- বাঁচাবে অনেক সময়
ইন্টারফেসের শব্দপঞ্জি
- রিবন, ট্যাব, গ্রুপ, টুল
- কুইক এক্সেল টুলবার
- নেইমবক্স ও ফর্মুলাবার
- রো, কলাম,সেল
- স্ক্রল বার, স্টাটাস বার
পেস্ট স্পেসাল জিনিসটা কেন এত স্পেশাল
- সবগুলো স্পেশাল পেস্ট একটা মাত্র কী বোর্ড শর্টকাট দিয়ে চোখের পলকে করা
- ট্রান্সপোজ পেস্ট দিয়ে নিমিষেই রো কে কলামে আর কলাম কে রো বানানো
- ভ্যালু পেস্ট দিয়ে নিমিষেই শুধু মান টুকু পেস্ট করা
- ফর্মাট পেস্ট দিয়ে এক স্থান থেকে অন্যখানে ফর্মাট টুকু পেস্ট করা
- নম্বর ফর্মাট সহ মান মুহূর্তে পেস্ট করা
- নিমিষেই এক স্থানের কলামের প্রস্থ অন্যখানে পেস্ট করা
- শুধু মন্তব্য টুকু মুহূর্তে পেস্ট করা
- উৎসের সাথে সংযোগ রাখতে পেস্ট লিংক কমান্ড
কী বোর্ড শর্টকাটঃ কমবে ক্লান্তি বাঁচবে সময়
- কী বোর্ড শর্ট কাটের বাবুই খাতা
- নিমিষেই চার্ট তৈরীর উপায়
- এক নিমিষে ডে্টা ব্লকের শেষ প্রান্তে যাওয়ার উপায়
- এক নিমিষে ডেটার শেষ পর্যন্ত সিলেক্ট করার উপায়
- এক নিমিষে সম্পূর্ণ ডেটা ব্লক সিলেক্ট করার উপায়
- অনায়াসে সর্বশেষ নির্দেশ টি পুন পুন সম্পাদন করার উপায়
- একত্রে অনেক ঘরে এন্ট্রি দেয়ার উপায়
- এক নিমিষে রো / কলাম / ঘর ইনসার্ট করার উপায়
- এক নিমিষে রো / কলাম / ঘর মুছে দেয়ার উপায়
নিমিষে ফর্মাটিং
সংখ্যার প্রকাশরূপ / নম্বর ফর্মাট
- সংখ্যার বিভিন্ন ধরণের প্রকাশরূপ
- মুহূর্তেই সাধারণ সংখ্যায় রূপান্তর
- নিমিষেই দশমিক সংখ্যায় রূপান্তর
- নিমিষেই সময় আকারে প্রকাশ
- চোখের পলকে তারিখে রূপান্তর
- মুহূর্তেই মুদ্রা আকারে প্রকাশ
- মুহূর্তেই বৈজ্ঞানিক সংখ্যা রূপে প্রকাশ
- সংখ্যাকে টেক্সট সহ প্রকাশ (ইংরেজি/বাংলা )
- তারিখ কে নিজের প্রয়োজন মত রূপ দেয়া (ইংরেজি / বাংলা )
অন্যান্য প্রকাশ রূপ
- অক্ষর / ফন্ট
- জমিন / ফিল
- সীমানা / বর্ডার
- এ্যালাইনমেন্ট
- মুহূর্তেই ফর্মাট কপি করা
- প্রকাশ রূপের সার্বজনীন শর্টকাট :
- ১ টা মাত্র শর্টকাট দিয়ে চার্ট / ঘর / সংখ্যা ইত্যাদি যে কোন কিছু কে ফর্মাট করা
ফ্লাশফিলঃ এক্সেলের এক চমকপ্রদ টুল
- নামের অদ্যাক্ষর গুলো আলাদা করা
- নামের অংশ গুলো আলাদা করা
- নামের অংশ গুলোর ক্রম পরিবর্তন
- নামের মধ্যে নতুন কোন অক্ষর প্রবেশ করানো
- ছোট হাতের লেখা থেকে বড় হাতে লেখা
- তারিখ থেকে দিন, মাস, বছর আলাদা করা
- সময় থেকে ঘণ্টা, মিনিট, সেকেন্ড আলাদা করা
- ফোন নম্বর বা আই ডি ফর্মাট করা
- পিডিএফ থেকে এক্সেলে ডেটা আনা
ইউজার ইনপুটস : ইন্টারেক্টিভ এক্সেলের স্বর্ণতোরন
- প্রারম্ভিক কেসস্টাডি
- ড্রপ ডাউন তালিকা দিয়ে ইনপুট নেয়া
- চেকবক্স দিয়ে হ্যাঁ/ না ইনপুট নেয়া
- অপশন বোতাম দিয়ে অনেকগুলো অপশন থেকে ১ টি অপশন ইনপুট নেয়া
- স্ক্রল বারের সাহায্যে নিরবিচ্ছিন্ন রাশি ইনপুট হিসেবে নেয়া
- গ্রুপ বক্সের সাহায্যে ইনপুট টুল গুলো গ্রুপ করা
- বোতাম দিয়ে ব্যবহার কারী থেকে একটা নির্দেশ নেয়া
মডিউল-২ : ফর্মুলা ও ফাংশনের বুনিয়াদী ধারণা
-
ফর্মুলা লেখায় চৌকষ হতে যে নেপথ্য ধারণা গুলো আপনার সহায়ক হবে
- ফর্মুলা ও ফাংশনের পার্থক্য
- ফর্মুলার উপাদান সমূহ
- অপারেটর কি? অপারেটর ক্রম
- ফর্মুলাতে ঠিকানার ( রেফারেন্স ) ব্যবহার
- রেফারেন্স বা ঠিকানা কি ?
- কেন আমরা ঠিকানা ব্যবহার করি ?
- ঘরের ৪ ধরণের ঠিকানা
- উদাহরণ সহ পরিবর্তনশীল, অপরিবর্তনশীল ও মিশ্র ঠিকানা
- এক্সেল ঠিকানার বাবুইণীতিঃ ঠিকানা লেখার সার্বজনীন মূলণীতি
- আয়তাকার এলাকার ঠিকানা
- সম্প্রসারণশীল ঠিকানা দিয়ে রানিং টোটাল বের করা
- এই ছকবই এ্রই অন্য ছকপাতা্র কোন ঘরের ঠিকানা
- অন্য ছক বই এর কোন ঘরের ঠিকানা
- অনায়াসে ঠিকানা পরিবর্তনের F4 কৌশল
- অনুশীলন ও মূল্যায়ন
- ফর্মুলাতে নামের ব্যবহার
- কেন আমরা নিজেদের দেয়া নাম ব্যবহার করি
- নেইম বক্স দিয়ে নামকরণ
- কিভাবে শর্টকাট দিয়ে মুহূর্তে নামকরণ করবেন
- শুদ্ধ নাম করণে যে নিয়ম গুলো কাজে লাগবে
- ওভার ল্যাপ সূত্রের সাহা্য্য নিয়ে ফর্মুলাকে সহজ পাঠ্য করা
- কিভাবে শর্টকাট দিয়ে কোন নাম সহজে ব্যবহার করবেন
- অনুশীলন ও মূল্যায়ন
- ফর্মুলাতে ফাংশনের ব্যবহার
- ফাংশন একটি রূপান্তর প্রক্রিয়া: ইনপুট, আউটপুট, প্রক্রিয়া
- ফাংশনের মধ্যে ফাংশনঃ এক ফাংশনের ইনপুট হিসেবে অপর ফাংশনের আউটপুট কে ব্যবহার
- নেস্টেড ফাংশন ব্যবহারে ফর্মুলা কিভাবে জটিল হয়
- ফর্মুলা লেখার সময় স্বচ্ছ ভাবে চিন্তা করতে বাবুইপাখির চিন্তাচিত্র ( কনসেপ্ট ম্যা্পিং টুল )
- উদাহরণ সহ চিন্তাচিত্রের বিশ্লেষণ
- অনুশীলন ও মূল্যায়ন
মডিউল-৩ ঃ বিভিন্ন ধরণের ফাংশন
এক্সেল ফাংশনের বাবুইখাতা
এক নজরে জরুরী সব ফাংশন। বাবুইখাতার সাথে পরিচয়
প্রতিদিনের ফাংশন সহজতম উপায়ে
- Sum ফাংশন দিয়ে যোগফল বা সমষ্টি বের করা
- অনেক গুলো সংখ্যা যোগ করার দ্রুততম উপায়
- Sumproduct ফাংশন দিয়ে অল্প জায়গায় যোগফল বের করা
- Sumproduct ফাংশন দিয়ে ভরযুক্ত গড় বা ওয়েটেড এ্যাভারেজ বের করা
- Avearage & AverageA ফাংশন দিয়ে গড় বের করা
- Max ও Min ফাংশন দিয়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করা
- Large ফাংশন দিয়ে ২য় / ৩য় / ৪র্থ সর্বোচ্চ মান বের করা
- Small ফাংশনের সাহায্যে ২য় / ৩য়/ ৪র্থ সর্বনিম্ন মান বের করা
- Sumifs ফাংশন ব্যবহার করে শর্ত মিলিয়ে যোগ করা
- Countifs ফাংশন দিয়ে শর্ত মিলিয়ে গণনা করা
- Averageifs ফাংশন দিয়ে শর্ত মিলিয়ে গড় বের করা
- অনুশীলন ও মূল্যায়ন
যুক্তি সংক্রান্ত ফাংশন : সংখ্যা হতে সিদ্ধান্ত
- সহজ বাংলায় বলতে যুক্তি আসলে কি
- যৌক্তিক মূল্যায়ন ও তার ২ টি ফলাফল TRUE এবং FALSE কে সহজ উদাহরণ দিয়ে বোঝা
- If ফাংশন দিয়ে যৌক্তিক মূল্যায়নের ভিত্তিতে ২ টি আউটপুটের মধ্যে ১ টি দেয়া
- একাধিক যৌক্তিক মূল্যায়ন কে AND, OR এবং NOT দিয়ে যুক্ত করা
- একাধিক যৌক্তিক মূল্যায়নের ভিত্তিতে একটি আউট পুট দেয়া
- অনুশীলন ও মূল্যায়ন
লুকআপ ফাংশন দিয়ে অনুসন্ধান
- এক নজরে প্রধান প্রধান লুকআপ ফাংশন
- Vlookup ফাংশন দিয়ে উপর নিচে অনুসন্ধান
- Hlookup ফাংশন দিয়ে বাম থেকে ডানে অনুসন্ধান
- Index ফাংশন দিয়ে রো / কলামের ক্রম নম্বর দিয়ে অনুসন্ধান
- Match ফাংশন দিয়ে কোন কিছুর অবস্থান বের করা
- ৩ ধরণের ম্যাচঃ হুবহু, বড় কিন্তু নিকটতম, ছোট কিন্তু নিকটতম
- ২ ধরণের অনুসন্ধান : হুবহু অনুসন্ধান বনাম সীমাযুক্ত অনুসন্ধান
- Choose ফাংশন দিয়ে কোন তালিকা থেকে কিছু খোঁজা
- অনুশীলন ও মূল্যায়ন
টেক্সট ফাংশনঃ ডকুমেন্ট অটোমেশন
- ফর্মুলা দিয়ে ছোট হাতে/ বড় হাতে / শুধু ১ম অক্ষর বড় হাতে লেখা
- ফর্মুলা লিখে টেক্সটের বাম / ডান / মাঝখান থেকে অক্ষর ,শব্দ ইত্যাদি পৃথক করা
- ফর্মুলার সাহায্যে অযাচিত স্পেস বা অমুদ্রণযোগ্য অক্ষর মুছে ফেলা
- ফর্মুলা দিয়ে টেক্সটের কোন অংশের অবস্থান নির্ণয় করা
- ফর্মুলা লিখে কোন অক্ষর বা শব্দকে অন্য অক্ষর বা শব্দ দিয়ে প্রতিস্থাপন করা
- ফর্মুলা লিখে লেখার নির্দিষ্ট অবস্থানের কিছু অক্ষর বদলে দেয়া
- ফর্মুলা লিখে কোন অক্ষর বা শব্দকে বার বার লেখা
- একাধিক টেক্সট কে ফাংশন বা অপারেটর দিয়ে যুক্ত করা
মডিউল -৪: চার্ট – এক নজরে বলে সংখ্যার গল্প
চার্ট অংকন ও চার্ট নির্বাচন

- চার্ট কি ? কেন আমরা চার্ট আঁকি ?
- কিভাবে সহজে আপনি চার্ট আকতে পারবেন ?
- আরো সহজ উপায়ে চার্ট আঁকুন (চোখের পলকে- ধরুন মাত্র ১ সেকেন্ডে)
- শর্টকাট চেপে আলাদা চার্ট পাতায় চার্ট আঁকুন।
- কোন চার্টটি আপনার বার্তাকে জোরালো ভাবে তুলে ধরবে
- চার্টের ধরন : বার চার্ট,কলাম চার্ট , পাই চার্ট, ডোনাট চার্ট , লাইন চার্ট , স্ক্যাটার চার্ট, বাবল চার্ট , এরিয়া চার্ট , রাডার চার্ট
- চার্ট এঁকে যে ৬ ধরণের গল্প বলা যায় ( উদাহরণ সহ বার্তার প্রকারভেদ )
- তুলনা করতে
- গঠন দেখাতে
- পরিবর্তন দেখাতে
- সম্পর্ক দেখাতে
- বিচ্যুতি দেখাতে
- সংখ্যা বিন্যাস দেখাতে
- কোন ধরণের চার্ট আপনার বার্তাকে জোরালো ও স্পষ্ট ভাবে তুলে ধরবে
মনের মতন চার্ট ডিজাইন

- কেন চার্টের বিভিন্ন অংশকে চেনা প্রয়োজন ?
- একটি চার্টে কি কি অংশ থাকে ?
- চার্ট কে কাস্টোমাইজ করে কিভাবে দারুণ একটা চার্ট তৈরী করবেন ?
- কখন দ্বিতীয় একটা অক্ষ দরকার আর কিভাবে সেটা যোগ করবেন ?
- চলুন সংবাদ পত্র থেকে কিছু চার্ট এক্সেলে নিজের মত করে তৈরী করি
উদ্ভাবনী চার্ট বানিয়ে চমকে দিন সবাইকে

- কিভাবে থার্মোমিটার চার্ট দিয়ে একই কলামে ২ টি বিষয় দেখাবেন
- ( যেমন মোট ক্রেতার সংখ্যা ও তাদের শতকরা কতজন সন্তুষ্ট )
- কিভাবে স্পীডোমিটার চার্টে একটা রাশি কে দেখাবেন
- কিভাবে গ্যান্ট চার্টে একটি প্রজেক্টের সময়সূচি কে বিস্তারিত দেখাবেন
- প্রজাপতি চার্টে ২ টি হিস্টোগ্রাম কে তুলনা করা
- দেয়াশলাই চার্ট
মডিউল -৫ঃ কন্ডিশনাল ফর্মাটিং ও ডেটা ভিজুয়ালাইজেশন
- নির্দিষ্ট একটা সংখ্যা ব্যবধিতে ফর্মাট প্রয়োগ ( যেসব প্যাকেটে ৯৫ থেকে ১০৫ গ্রাম পণ্য আছে )
- শীর্ষ ৫ সংখ্যা / জিনিসে ফর্মাট প্রয়োগ ( সবচেয়ে সফল ৫ জন বিক্রয়কর্মী )
- সর্বনিম্ন ৫ টি সংখ্যা / আইটেমে ফর্মাট আরোপ ( সর্বনিম্ন মূল্য চেয়েছেন এমন ৫ জন সরবরাহকারী )
- শীর্ষ ৫% আইটেমে ফর্মাট আরোপ করা ( সবচেয়ে বেশি ব্যবসা যে ৫% ক্রেতার সাথে )
- সর্বনিম্ন ৫% আইটেমে ফর্মাট প্রয়োগ করা ( সবচেয়ে কম বিক্রি হচ্ছে যে ৫% আইটেম )
- গড়ের তুলনায় বেশি / কম সংখ্যা/ আইটেমে ফর্মাট প্রয়োগ করা
- ডেটা বার : মান অনুযায়ী দৈর্ঘ্য বাড়ে / কমে
- কালার স্কেল : মান অনুযায়ী রঙ বদলায়
- আইকন : মান অনুযায়ী চিহ্ণ পাল্টায়
- ফর্মুলা দিয়ে নিজের সুবিধা মাফিক কন্ডিশনাল ফর্মাটের নিয়ম বানানো
- অনুশীলন ও মূল্যায়ন
মডিউল- ৬ঃ রিপোর্টিং কারিশমা
পিভট টেবিল ও চার্ট তৈরী
- সোর্স ডেটা থেকে পিভট টেবিল তৈরী করা
- পিভট টেবিলের ৪ টি ডেটা ফিল্ডের অর্থ
- সোর্স ডেটা থেকে পিভট চার্ট তৈরী
- পিভট চার্টের ৪টি ডেটা ফিল্ডের অর্থ
আরো পিভট টেবিল
- পিভট টেবিলে ফর্মাট আরোপ
- পিভট রিপোর্টে কন্ডিশনাল ফর্মাট আরোপ
- যোগফলের জায়গায় সংখ্যা, সর্বোচ্চ, সর্বনিম্ন ইত্যাদি দেখানো
- বিগত মাস বা বছর থেকে পরিবর্তন দেখানো
- বিগত মাস বা বছর থেকে শতকরা পরিবর্তন দেখানো
- পিভট টেবিলে রানিং টোটাল বের করা
- তারিখ কে বছর, কোয়ার্টার, মাস হিসেবে গ্রুপ করা
- সংখ্যাকে নির্দিষ্ট কিছু ব্যবধিতে গ্রুপ করে ফ্রিকোয়েন্সি চার্ট বানানো
- টেক্সটকে কয়েকটি গ্রুপে ভাগ করা
- পিভট চার্ট কে স্লাইসার দিয়ে ফিল্টার করা
- ১ টা স্লাইসারকে একাধিক পিভট টেবিলের সাথে যুক্ত করা
- পিভট টেবিলকে তারিখ দিয়ে ফিল্টার করা
- পিভট টেবিল মান অনুযায়ী ফিল্টার করা
- পিভট টেবিলকে শব্দ দিয়ে ফিল্টার করা
- পিভট টেবিলকে ও অক্ষরের ক্রমানুসারে সাজানো
- ফিল্টার দিয়ে শীর্ষ ১০ ক্রেতার জন্যে পিভট টেবিল বানানো
- পিভট টিপস
ড্যাশবোর্ডঃ ইন্টারেক্টিভ রিপোর্ট
- প্রশিক্ষকের সাথে হাতে কলমে ড্যাশবোর্ড তৈরী
প্রিন্টিং : ছাপা কাগজে রিপোর্ট করা
- লে আউট ভিউ তে কাজ করা
- ছাপা কাগজের ওরিয়েন্টেশন পরিবর্তন করা
- উলম্ব ( Portrait )
- আনুভূমিক ( Landscape )
- ছাপা কাগজের মার্জিন বাড়ানো কমানো
- স্টান্ডার্ড মার্জিন আরোপ করা
- সুবিধা মাফিক কাস্টম মার্জিন আরোপ করা
- হেডার ও ফুটার ডিজাইন করা
- হেডার ফুটারে পৃষ্ঠা নম্বর যোগ করা
- হেডার ফুটারে তারিখ ও সময় যোগ করা
- হেডার ফুটারে ছকবই এর নাম ও অবস্থান যোগ করা
- কলামের শিরোণাম কে প্রতিটি পৃষ্ঠায় পনরাবৃত্তি করা
- পেজ ব্রেক ব্যবহার করা
- একত্রে অনেক গুলো কপি ছাপানো
- শুধু সক্রিয় ছকপাতাটি ছাপানো
- নির্দিষ্ট কয়েকটি ছকপাতা ছাপানো
- সম্পূর্ণ ছকপাতাটি ছাপানো
- শুধু নির্বাচিত অংশটুকু ছাপানো
- স্কেল ছোট বড় করে এক পৃষ্ঠাতেই পুরো অংশ টি আঁটানো
উপহার গুলোর বিবরণ
প্রত্যেক অংশগ্রহণ কারী উপহার হিসেবে পাবেনঃ
- কোর্স নোট বই
- ফাংশনের বাবুইখাতা
- শর্টকাটসের বাবুইখাতা
- বাস্তব ধর্মী সমস্যার অনুশীলন বই
কোর্স নোটের বাবুইখাতাঃ

- সম্পূর্ণ কোর্সের নির্যাস বা সারাংশ।
- অল্প কথায় লেখা । অফিসে ড্রয়ারেই রাখতে পারবেন
- পাশে আপনার জন্যে নোট লেখার জায়গা
ফাংশনের বাবুই খাতাঃ

- বাছাই কৃত ৫০+ ফাংশন
- সহজ বাংলায় লেখা তাই কাজ করে সুবিধা
- অল্প কথায় লেখা তাই দরকারী ফাংশন কে সহজে খুঁজে পাওয়া যায়
- ছোট ছোট উদাহরণ সংবলিত কাজেই বুঝতে একদম সহজ
শর্টকাটের বাবুইখাতাঃ

- ৮০+ কী বোর্ড শর্টকাট
- সুন্দর ভাবে বিন্যস্ত। কাজের সময় খুঁজে পেতে সুবি্ধা
প্রতিটা অংশের জন্যে আলাদা অনুশীলন বইঃ

- বাস্তব ধর্মী সমস্যা নিয়ে তৈরী
- হাতে কলমে প্রয়োগের সুযোগ
- অনুশীলনের ফলে চাইলেও ভুলতে পারবেন না
- শুধু জানা নয় – দক্ষতা ও সক্ষমতা অর্জন করতে পারবেন
প্রয়োজনীয় সময়ঃ
এই প্রশিক্ষণটি নিতে সময় লাগবে ২৪ ঘণ্টা। কয়েকভাবে ২৪ ঘণ্টা সময় কে ভাগ করা যায়ঃ
- ৪ দিন ; দিনব্যাপী কর্মশালা ( ৬ ঘণ্টা/দিন * ৪ দিন = ২৪ ঘণ্টা )
- ৮ টা ক্লাস ( ৩ ঘণ্টা / ক্লাস * ৮ টা ক্লাস = ২৪ ঘণ্টা )
- ১২ টা ক্লাস ( ২ ঘণ্টা * ১২ টা ক্লাস = ২৪ ঘণ্টা )
বিশেষ ছাড়ঃ
দীর্ঘ গবেষণার ফসল এই কোর্সটির কোর্স ফি ১২,০০০ টাকা। এখন বিশেষ ছাড়ে কোর্স ফি পড়বে ৯,৫০০ টাকা মাত্র। ছাড় পাচ্ছেন ২,৫০০ টাকা! ছাড়টি সীমিত সময়ের জন্যে। এই ছাড়ের সুযোগ নিয়ে নাম মাত্র বিনিয়োগে এই প্রশিক্ষণে অংশ নিন।
শেষ কথাঃ
আমার আন্তরিক বিশ্বাস- পেশাগত জীবনে আপনি যে পর্যায়েই থাকুন না কেন -এক্সেলে আপনার দক্ষতা যেমনই হোক না কেন এই প্রশিক্ষণটি আপনার ক্যারিয়ারকে করবে আরো অনেক সমৃদ্ধ।
তাই আর দেরি না করে এখুনি যোগাযোগ করুন ০১৯৭২-৪১১-৫১১ এই নম্বরে।
পিংব্যাকঃ অসংখ্য ফাঁকা রো একত্রে মুছে দিন সহজেইঃ মাইক্রোসফট এক্সেল | চিন্তাশিল্পী বাবুইপাখি
great!
LikeLike
Go ahead brother.
Love u
LikeLike
I baker kamal lives in dhaka bangladesh. I do a job in a private company as accountant. I know excel. But i am interested after see your advertisement. So please send details with course fee for me please
LikeLike
i want to join ibabui.com
LikeLike
আমি আপনাদের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারছি না।
LikeLike
video tutorial CD ase ki?thakle er price koto?
LikeLike
Interested
LikeLike
I want to do this course but I need your favor as I don’t have job right now. How much consideration should I get from you? Thanks.
LikeLike
I want to do this course but I need your favor as I don’t have job right now. How much consideration should I get from you? Thanks.
LikeLike
পিংব্যাকঃ অসংখ্য ফাঁকা রো একত্রে মুছে দিন সহজেইঃ মাইক্রোসফট এক্সেল – চিন্তাশিল্পী বাবুইপাখি
You have any branch uttara
LikeLike
Very good course. Next schedule please.
LikeLike
কবে থেকে শুরু হবে?
LikeLike
আমার অফিস এর কাজের জন্য দরকার | আমার আরো জানার দরকার|
LikeLike
শুক্র ও শনিবার সপ্তাহের দুই দিন ব্যাপি কোন কোর্স আছে কি!
LikeLike
আপনাদের কোন বই কিনতে পারবো কিনা
LikeLike
Bhaiya Ki offline course ase ? Frieda you Saturday
LikeLike