বিরক্ত লাগা স্বাভাবিক !
আপনার কম্পিউটারে অনেকগুলো উইন্ডো খোলা । এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ক্রোম বা মজিলা। আবার এক্সেলেরও বেশ কয়েকটি ছকবই ( ওয়ার্কবুক) খোলা। এক ছকবই থেকে আরেক ছকবই তে যেতে হচ্ছে বার বার।
এমন অবস্থায় বিরক্তি লাগাই স্বাভাবিক।
নিচের কৌশলটি প্রয়োগ করে দেখুন । এমন উটকো ঝামেলা থেকে বাঁচতে পারবেনঃ
এক ছকবই থেকে অন্য ছকবই এ যেতে Ctrl ও TAB একত্রে চাপুন

Ctrl ও TAB চেপে এক্সেলের এক ছকবই থেকে অন্য ছকবই এ যান।
এক এ্যাপ্লিকেশন থেকে অন্য এ্যাপ্লিকেশনে যেতে ALT ও TAB একত্রে চাপুন:
আর যদি এক এ্যাপ্লিকেশন থেকে অন্য এ্যাপ্লিকেশনে যেতে চান যেমন এক্সেল থেকে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট অথবা ক্রোম থেকে এক্সেল বা ওয়ার্ড তবে ALT ও TAB একত্রে চাপুনঃ

ব্যাস! এতটুকুই ! এই ছোট্ট কৌশল-ই আপনাকে মুক্তি দিবে অনেক ঝামেলা থেকে।
নোটঃ
অনেকেই Ctrl + TAB এর বদলে Alt + TAB ব্যবহার করেন। সমস্যা হচ্ছে আপনার যদি ক্রোম, ওয়ার্ড, এক্সেল ইত্যাদি অনেক এ্যাপ্লিকেশন খোলা থাকে Alt + TAB এসের মধ্যে পার্থক্য করতে পারে না। Alt + TAB আপনাকে এক এক করে সবগুলো উইন্ডো দেখাবে। কিন্তু Ctrl + TAB আপনাকে শুধু এক্সেলের ছকবই গুলো দেখাবে।
বোনাস টিপঃ
একই ধরনের কৌশল ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টেও প্রযোজ্য
যোগাযোগ করুন
আল্লাহ তায়ালার ফজল ও করমে এই লেখা যদি আপনার কিছুটা ভালো লেগে থাকে তবেই আমার চেষ্টা সার্থক।
- আপনার যে কোন প্রশ্ন থাকলে মন্তব্যে প্রশ্ন করুন
- অথবা মুঠোফোনে বা ইমেইলে সরাসরি প্রশ্নটি করুন
মুঠোফোন ও ইমেইল নিচে দেখুন
- মুঠোফোনঃ ০১৯৭২-৪১১-৫১১
- ইমেইলঃ iBabui@outlook.com
ভালো কে ছড়িয়ে দিন
এই লেখাটি আপনার ভালো লাগলে পরিবার, সহকর্মী ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতে আপনার কাছের মানুষরা যেমন উপকৃত হবেন তেমনি আমিও পাবো অনুপ্রেরণা।
কাছে থাকুন ; ভালো থাকুন
ইমেইলে ও ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিউজ লেটারে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
আগামী তে আপনাদের জন্যে আরো লেখার ডালি সাজিয়ে আসবো ইন-শা-আল্লাহ । সে পর্যন্ত ভালো থাকুন, অনেক অনেক ভালো।
wow
LikeLike
apnadr ki ekhon Online a Excel class hoy naki Office vittik naki ekdom Off rakhsen?
LikeLike